আমি একজন বাঙ্গালি রমনী....... আজ তোমাদের একটি ছেলের গল্প শুনাবো কবি বলেছিলেন , চুল তার কবেকার বিদিশার নেশা আমি বলি কেশময় ছেলেটার একী দিশা মুখ তার শ্রাবস্তীর কারুকার্য আমি বলি মুখ তার মাদকের নেশায় ভারাক্লান্ত। তথাপি মায়াবী চোখজোড়ায় আছে সৃষ্টির নেশা। প্রথমে ভেবেছিলাম মাতাল আর ছন্নছাড়া আজ জানি সে উন্মাদ, মানব সেবায় দিশেহারা। সে যখন বাক্যময় তখন চারিপাশে রঙ ঝড়ে, ভেবেছিলাম সবই ছলনা কেবলই আকর্ষলের ব্যর্থ চেষ্টা, আজ জানি এ তার ক্ষমতা তার সৃষ্টিময় মনের ব্যঞ্জনা। ভাবছো প্রেমে পড়েছি তার, না! এ আমার প্রেম নয়; কেবলই অভিসন্দর্ভের একটি ফলাফলমাত্র। সূচনায় দেথেছিলাম রূক্ষতা, তার চরিত্রে পেয়েছিলাম দুরন্তপনা, তার দৃঢ়তাকে ভেবেছিলাম ধ্বংসযজ্ঞ, আচরলে পেয়েছিলঅম উন্মাত্তপনা, সব মিলে সে ছিল দীর্ঘশ্বাসের আপর নাম, ভেবেছিলঅম চিনেছি তাকে! তথাপি আমার হৃদয় অন্দরে তার তরে শ্রদ্ধা ছিল, তাকে হাসতে দেখলে মন জুড়াতো তথাপি তার ভাষ্য শুনতে ভালই লাগতো, সব শেষে আনমনে বলতাম, হায়! ছেলে তুমি কী বদলাতে পারো না?? সেদিন হঠাৎ দেখেছি তাকে, খয়েরি আবেশে দায়িত্ব পেয়ে সে অভিনন্দিত, তার ভেজা চুলগুলোতে প্রশান্তি জড়ানো, তার কথামালায় শ্রদ্ধা মাখানো, ছিল নির্লিপ্ত অভিবাদন. আমি স্তব্ধ হয়ে ভাবলাম আমার প্রার্থনা কী দৃশ্যমান! সত্যি বলছি চোখ ভিজে এলো মমতায় ভাবলাম বলবো , ছেলে তুমি বদলে গিয়ে হয়েছ মহান ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।