চাতক
আমরা কি কখনও নিয়তিকে অতিক্রম করতে পারি? অনেকেই এরূপ প্রশ্নকে দূর্বলের দূর্বল চিত্ততা বলে পরিহাস করবেন। বস্তুত এরূপ চিন্তা কি শুধুমাত্র পিরহাসের বিষয়? আমরা কি কখনও আমাদের ভবি্ষ্যৎ নিয়ন্ত্রন করতে পারি? যদি তা ই পারতাম তবে বিডিয়ারের ঢাকার অফিসারগন ব্যতীত সারাদেশের এতগুলি অফিসার কেন মরার জন্য ঐ দিন পিলখানায় থাকল ? লেডি ডায়ানাই বা কেন মরার জন্য ফ্রান্সে গিয়ে উঠবে? আর বংগ বন্ধুর মত এমন একজন মহান নেতা, এত অনুসারী থাকা সত্বেও ঘাতকের হাতে নির্মম ভাবে প্রাণ হারাতে হবে? কেনইবা জিয়াউর রহমানের মত এমন একজন দক্ষ সামরিক অফিসার ও মহান নেতাকে এমন অল্প বয়সে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে? এরূপ অসংখ্য উদাহরণই নিয়তির উপর আমাদের অসহাত্ব প্রমাণ করে। তবে এরূপ অনিশ্চয়তার বিপরীতে আমাদের করণীয় কি?
আমি কোন ঘটনার জন্য কে দায়ী তা খুজে ফিরছি না । আমি শুধু এই সকল ঘটনার বিপরীতে স্প্রিচুয়াল দিকটি অন্বেষণ করছি । নিয়তি নিয়ন্রণহীন এবং আগামীতে কি ঘটতে যাচ্ছে তাও আমরা জানি না । তবে একটি সুন্দর ভবিষ্যতের জন্য আমরা নিজেকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে পারি এবং মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থণা করতে পারি ।
আমাদের আর কিছু করনীয় আছে কি ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।