তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, // সকল সাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ
আমি ঐ দিগন্তের দিকে হাটছিলাম
এখানে আরো অনেক তির্থযাত্রীর পদচারনা ছিল
সেখানে কি আছে আমরা কেউই জানতাম না
আমরা চিনতাম না একে অপরকেও
সহযাত্রী হিসেবে আমাদের মাঝে সখ্যতা গড়ে উঠল
কেউ কেউ পাথেয় ছিনতাই করতে গিয়ে শত্রু হল
সখ্যতা শত্রুতার এক মায়াজালে জড়িয়ে পরেছিলাম আমরা
সেখানে কি আছে কেউই জানতাম না
তাই আমরা ভাবতাম যাত্রা ক্ষান্ত দিই এই বেলা
আমিও ভেবেছিলাম লায়লাকে সাথে নিয়ে থেকে যাই এই দুরন্ত যৌবনে
অমোঘ নিয়তি আমাদের স্থির থাকতে দেয়নি কখনও
ঘড়ির কাটার সাথে পেঁচিয়ে দিয়েছিল সম্মুখ ভাগের চুল
আমরা অনেক চেষ্টা করেছি
সেখানে কি আছে কেউই জানতাম না আমরা
তবু একে একে অনেকেই চলে গেল সময়ের হাত ধরে
লায়লাকে আমি ধরে রাখতে পারিনি
নিজেও স্থির থাকতে পারিনি কভু
লায়লা মিশে গেছে ওই দিগন্তের মাঝে
নতুন অনেক সহযাত্রীও জুটেছে আমার সাথে
এরই মাঝে কত পরিচিতি কত মায়া
হেটে চলেছি সবাই
ঐ ঝাপসা দিগন্তের দিকে
সেখানে কি আছে আমরা আজও জানিনা
ঝাপসা দিগন্তের দিকে নিরন্তর পথচলা
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।