আমাদের কথা খুঁজে নিন

   

মৌলভীবাজারে বিপুল অর্থ বিনিয়োগ করেও জঙ্গি উদ্বুদ্ধকরণে সাড়া পায়নি গ্রিন ক্রিসেন্ট



মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ২০০৫ সাল থেকে বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় ব্যাপক আর্থিক অনুদান দিয়েও জঙ্গি উদ্বুদ্ধকরণ কার্যক্রমে তেমন সাড়া না পেয়ে আস্তে আস্তে আর্থিক সহায়তা কার্যক্রম গুটিয়ে নেয় গ্রিন ক্রিসেন্ট। গ্রিন ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা ফয়সাল মোস্তফা সিলেটে সংগঠনের কার্যক্রম প্রসারিত করতে কয়েকবার সিলেট সফর করেছেন বলেও জানা গেছে। কয়েকটি নির্ভরযোগ্য সূত্রমতে, বর্তমানে সিলেট বিভাগজুড়ে যুক্তরাজ্য ভিত্তিক গ্রিন ক্রিসেন্টের কার্যক্রম পরিচালনা করছেন সিলেট বিভাগীয় সমন্বয়কারী মঞ্জুরুল ইসলাম। তার বাড়ী হবিগঞ্জের সাটিয়াজুরীতে। মঞ্জুরুল ইসলাম মঞ্জু এক সময় অগ্রণী ব্যাংকের চতুর্থ শ্রেণীর কমচারী (প্রহরী) হিসেবে কর্মরত থাকলেও গ্রিন ক্রিসেন্টের সঙ্গে সম্পৃক্ত হয়ে অঢেল র্র্অথবিত্তের মালিক বনে যান।

জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুরে কার্যক্রম শুরু করলেও ওয়ান ইলেভেনের পর গ্রিন ক্রিসেন্ট তাদের কমলগঞ্জ প্রকল্প গুটিয়ে নেয় বলে স্থানীয় সূত্রগুলো জানায়। কমলগঞ্জে গ্রিন ক্রিসেন্টের কার্যক্রম পরিচালনা করতেন মঞ্জুরুল ইসলাম মঞ্জু। এখনো গোপনে ওই এলাকায় তার তৎপরতা চলছে বলে জানায় স্থানীয়রা। কমলগঞ্জের মাধবপুর বাজারের ব্যবসায়ী হাজি আবদুল মতলিবসহ অনেকে জানান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু একটি ঘর ভাড়া নিয়ে গ্রিন ক্রিসেন্টের কর্মকা চালাতেন। ‘আঞ্জুমানে হিজবুলাহ’ নামে একটি স্থানীয় সংগঠনেরও সভাপতি ছিলেন তিনি।

মাধবপুর তা’লীমুল কোরআন কওমি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জোনায়েদ আহমেদ জানান, মঞ্জু মূলত জামায়াতে ইসলামীর সমর্থক। এলাকাবাসী জানায়, গ্রিন ক্রিসেন্টের প্রতিনিধি হিসেবে মঞ্জু মাধবপুর, ইসলামপুর ও কমলগঞ্জ সদর ইউনিয়নের বিভিন্ন মসজিদ-মাদ্রাসার সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন। মাদ্রাসার অধ্যক্ষ গতকাল এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তার মাদ্রাসার বিভিন্ন অনুষ্ঠানে গ্রিন ক্রিসেন্টের আর্থিক সহায়তা নেয়ার সত্যতা স্বীকার করেন। মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানু জানান, মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সমাজসেবামূলক ২-১টি অনুষ্ঠানে চেয়ারম্যান হিসেবে তিনি অংশ নিয়েছেন। এসব বিষয়ে গতকাল মঞ্জুরুল ইসলাম মঞ্জুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলা হলে তিনি দাবি করেন, বর্তমানে মৌলভীবাজার জেলায় গ্রিন ক্রিসেন্টের কোনো কর্মকা নেই।

নিজের অবস্থান সম্পর্কে জানাতে অস্বীকার করে মঞ্জু জানান, বর্তমানে তিনি কমলগঞ্জেই আছেন। গ্রিন ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা ফয়সাল মোস্তফা দুইবার কমলগঞ্জের মাধবপুর এলাকা সফর করে গেছেন বলেও তিনি জানান। মৌলভীবাজারে গ্রিন ক্রিসেন্টের কার্যক্রম সম্পর্র্কে পুলিশ সুপার ব্যারিস্টার এম জিল্লুর রহমান বলেন, বিষয়টি পুলিশ ও গোয়েন্দা নজরদারিতে আছে। মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. মফিজুল ইসলাম জানান, বিষয়টির সঙ্গে জঙ্গি কার্যক্রমের সম্পৃক্ততা রয়েছে কিনা আইন শৃঙ্খলা বাহিনী এ ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে। সম্পাদনা: হাসান জাকির


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.