আমাদের কথা খুঁজে নিন

   

বিডিআরে মড়ক লেগেছে



পিলখানা হত্যাযজ্ঞের পর ঐতিহ্যবাহী বিডিআর এক সমালোচনার শিকার হয়েছে। হত্যাকান্ডের এখনো কোন কূল কিনারা হয়নি। এরই মধ্যে কত রকমের কথা শোনা গেছে তার কোন হিসাব নাই । স্বাধীনতার ঘোষণা পৌঁছে দেওয়া থেকে শুরু করে মুক্তিযুদ্ধের অনস্বীকার্য অবদান খুব দ্রুত ভুলে যাবার পালায় পতিত হয়েছে। হঠাৎ আত্নহত্যা, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ এসব কারণে বিডিআর জওয়ানদের মরার খবর দিন দিন বেড়েই চলেছে।

আগে কখনো এমন শোনা যায়নি। অবশ্য দেশবাসি ইতিপূর্বে অপারেশন ক্লিনহার্টে এমন মরার খবর শুনেছিল পরে এইগুলিকে দায়মুক্তি দিয়ে জায়েজ করা হয়েছিল। পিলখানার ঘটনা একই দিকে মোড় নিচ্ছে কী? অবশ্য বিডিআর মুক্তিযুদ্ধে মরেছিল হাজার খানেক। প্রতিদিন রোদ বৃষ্টি ঝড়ে সাড়ে চার হাজার কিলোমিটার সীমানা পাহারা দিয়ে দেশকে রাখে নিরাপদ। এর আজ কোনই মূল্য নাই।

বিপথগামি কয়জন বিডিআর জওয়ানের জন্য পুরো বিডিআরকে ধবংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। অথচ সেনাবাহিনী বিপথগামী হয়েছিল কয়েকবার যার মধ্যে দিয়ে বাংলাদেশের দুইজন রাষ্ট্রপতিকে প্রাণ দিতে হয়েছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।