শ্যাওলা ধরা বিছানা থেকে উঠে
ফুলের খোঁজে বেরিয়েছিলাম ভোরে,
মাছের রং-এ ঘুমিয়ে ছিল মন
হাঙ্গরের দাঁতে ডাকছিল দূরে প্রেম
শিশুর চোখ থেকে আকাশ চুরি ক’রে
গ্লাস গ্লাস রক্তে ভরছে সময়ের পেট।
যুদ্ধে রঙ্গীন জোকার নাচা পথে
ভেসে যায় সেই ফুল বাগানের ঘ্রাণ
এই পথ দিয়ে হারিয়ে গেছে যে
সে ছিল আমার নরঘাতক বন্ধু
অথবা সে পালিয়ে ছিল
নারীর প্রসব যন্ত্রণা থেকে
ছুরি দিয়ে ও পাথর কেটে বানাতো রাত
আর আমি ক্ষুধার্ত ছুরি হয়ে বসে থাকি তোমার পাশে
সাবধানে তাই বাড়াও তোমার হাত;আমার হাতে
আমার তৃষনা তোমার রক্তে খোঁজেনি সাগর।
আমার এই সমুদ্র-ঘরে দরজা ছিল না কোন
কপাট খুলে জানালা ডেকে উঠতো না সুন্দরী গাধার মত
আয়না পেয়েছিলাম সাগরের থেকে কুড়িয়ে
আর শৈবাল বনের নির্জনে জন্ম নিয়েছিল এক বোবা গায়ক
সেই ঘরে মরেছিল অপুর্ব চাঁদ
সেই ঘরে আগুনের বল নিয়ে খেলে যায় নীলাকাশ।
সমুদ্র তলের সেই বিছানা থেকে উঠে
সূর্যের খোজে বেরিয়েছিলাম ভোরে
আমার রঙ-এ ঘুমিয়েছিল মন
আর মানুষের রং-এ কম্পিত এই দেহ
নিজের নিঃশ্বাস থেকে আমি চুরি হয়ে গিয়ে
সূর্য আর ফুল লুকিয়ে রেখে অতলের প্রবালে
নিজেকে দেখাচ্ছি;দ্যাখো আমি নিঃস্ব ,কত শূন্য
ঠিক তোমাদের সবার মতই!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।