আমাদের কথা খুঁজে নিন

   

হাবি-জাবি

.....অল্প স্বল্ব গল্প...।..আর আজাইরা প্যানপ্যান.....

এক বন্ধুর কাছে ঠিকানা পেয়ে এই ব্লগটি দেখে ভালো লাগলো। অনেক দিন পর মনে হলো বাংলা লিখছি। সবখানেই এত ইংরেজির ছড়াছড়ি যে বাংলার সৌন্দর্য্যটাই হারিয়ে ফেলছিলাম। জীবনের অনেক কিছুই হারিয়ে ফেলেছি.....যা হারিয়েছি তা হয়ত পাব না.....কিন্তু বেচে আছি সেটাই অনেক বেশি হয়ে গেছে.....তাই চেষ্টা করছি ভাল থাকার.....অনেক ভালো আছি আমি। মাঝে মাঝে মনে হয় কি করছি....কেন করছি.....জীবনের সময় পার করাটাই যেন মূল বিষয়। সবই উপভোগ করছি কিন্তু পরক্ষনেই মনে হয় সবই অর্থহীন। একটা লক্ষ্য অর্জনের জন্য কত আয়োজন...কত প্রতীক্ষা.....আর যখন সেই লক্ষ্য হাতের সীমানায় তখন যদি ঘুম ভেঙ্গে যায়....তখন কিই বা করার থাকে শুধু তাকিয়ে থাকা ছাড়া। নিজের উপর কি তখন রাগ হয়...অথবা নিজেকে দোষী মনে হয়!!! তাও আমি ভালো আছি....খুব ভালো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।