আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে অফিসিয়াল স্পন্সর

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

আমার মাত্র কয়কেটি পোষ্ট। তাও তার মান খুবই নিম্নমানের। যখন যা মনে হয় । তা একটি কাগজে লিখে রাখি এবং পরবর্তীতে তা ব্লগে প্রকাশ করি। তাছাড়া এই ব্লগে প্রবেশ নিতান্তই শখের বশে।

অন্যান্য ব্যাবসা থাকায় হয়তো বাণিজ্যিক ভাবে আর লিখা হয় না। এখন সমস্যা দেখা দিয়েছে , কয়েকটি বেসরকারী পণ্য বিপনন কোম্পানী আমাকে তাদের পণ্যর স্বার্থে আমার নিক ব্যাবহার করতে চায়। তারা আমাকে তাদের পণ্য বিক্রয় স্বার্থ রক্ষা এবং বিজ্ঞাপনের জন্য আমার নিকের সর্বস্বত্ব কিনে নিতে চায়। এন্টার দিলে তাদের কোম্পানীর নাম। দাড়ী দিলে তাদের পণ্যের নাম।

আমার ইন্ট্রোতে তাদের কোম্পানীর শ্লোগান। এভাবে এই কোম্পানীটি তার মার্কেটিং উন্নতি করতে চায়। আমার নিক কেন তাদের লক্ষ্য আমি জানিনা। এছাড়া জানিনা স্যামওয়ার ইন কর্তৃপক্ষ এভাবে কাউকে সূযোগ দিবে কিনা। তাছাড়া কোন কোম্পানী কোন ব্লগারের অফিসিয়াল স্পন্সর কেউ হতে পারবে কিনা আমি জানিনা ।

তাদের বিধিমালায় পণ্য বিপনন প্রচার নিষেধ মনে হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.