আমাদের কথা খুঁজে নিন

   

:: আজ শিশু দিবস ::: [ গণস্বাক্ষরে ক্ষুদে কলম সৈনিকদের নিয়ে এই পোষ্ট]

"যুদ্ধপাপীদের শাস্তি চাই"

আজ শিশু দিবস শিশুদের নিয়ে সব আয়োজন। সেই আয়োজনকে ঘিরে এই পোষ্ট। গত ৩ জানুয়ারি থেকে শুরু হওয়া "একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর" কর্মসূচিতে শিশুদের অংশ গ্রহণ ছিল প্রচন্ড ভাবে চোখে পরার মত। ক্যামের চোখে ধরা পড়েছে সে সব। ছবি গুলো তুলেছে, মাহমুদুল হাসান রুবেল, মার্শাল রিচার্ড (বন্ধু কই কৈ), অমিত দাস (চটপটি) ও আমি।

শিশু দিবস উপলক্ষ্যে ছবি গুলো দিলাম। স্বাক্ষর দিচ্ছে সবার প্রিয় "উপমা" আড়াই বছরের একটি শিশু তার বাবার সাহায্যে স্বাক্ষর দিচ্ছে তার জন্য প্যাডটি এতই উঁচুতে যে, তার স্বাক্ষর দিতেই কষ্ট হচ্ছিল আগে জেনে নিচ্ছে, কেন সে স্বাক্ষর দিচ্ছে। এভাবে সবাইকে জানিয়ে আমরা স্বাক্ষর নিয়েছি এই গুল্টুস মিয়া আসছিল, কিন্তু স্বাক্ষর করার ইচ্ছা প্রকাশ করা মাত্র সে কলম মুখে পুরে দিয়েছিল চকলেট বিক্রেতা হিসেবে স্বাক্ষর দিচ্ছে এক শিশু হকার। সে তার পেশা লিখেছে "চকলেট বিক্রেতা" বাবা ঠিক ভাবে স্বাক্ষর করছে কীনা, তা তদারকি করছে মেয়ে সবচেয়ে ক্ষুদে স্বাক্ষর কারী। বয়স ২ বছর ১ দিন।

সে স্বাক্ষর করেছে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাতে মোমের আলোতে চলছে স্বাক্ষর গ্রহণ একুশে রাতে দল বেঁধে এসেছে ওরা স্বাক্ষর দিতে এই মেয়েটির সাথে করে নিয়ে এসেছিল তার বন্ধুদের স্বাক্ষর দিতে সব ছবি পাওয়া যাবে এখানে স্লাইড শো দেখার জন্য গণস্বাক্ষরের ওয়েবসাইট "আমরা চাই আগামী প্রজন্ম একটি সত্য ও সুন্দর ধারনা নিয়ে বড় হোক। নিজেদের মাঝে চেতনার দৃপ্তি ছড়াক। এই দেশটিকে জানুক, দেশকে আরো বেশি বেশি ভালবাসুক। এই দেশটির জন্য যাঁরা প্রাণ দিয়েছে, তাঁদের শ্রদ্ধা করতে শিখুক। আর যারা এই দেশটিকে ধ্বংস করতে চায়, তাদের চিনে রাখুক।

যেন প্রতিরোধ করতে পারে। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।