এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
এক স্কুলে দুই পন্ডিত ছিল।
এখন কে স্কুলের হেডস্যার হবে তা নিয়ে দুই পন্ডিতে'র মধ্যে ঝগড়া লেগে গেল।
প্রথম পন্ডিত: আমি তোর চাইতে বেশি জানি। আমি হেড হবো।
দ্বিতীয় পন্ডিত: না। আমি তোর চাইতে বেশি জানি।
আমি হেড হবো।
প্রথম পন্ডিত: আমি তোরে এমন প্রশ্ন করবো যার উত্তর তুই দিতে পারবিনা।
দ্বিতীয় পন্ডিত: না। আমি আগে প্রশ্ন করবো। তুই উত্তর দিতে পারবি না।
প্রথম পন্ডিত: আয় তাহলে টস করি।
(টস করে দেখা গেল প্রথম পন্ডিত টসে জিতেছে। )
তারপর প্রথম পন্ডিত প্রশ্ন করলো: পারলে বলতো, "i don't know" এর বাংলা কি?
দ্বিতীয় পন্ডিত: আমি জানিনা....................
রসিক গ্রুপেও দেয়া হলো
আমার পোস্ট করা সকল জোকস্
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।