আপনাকে আমি খুজে ফিরি...
"ব্লগে হত্যাকান্ড সমর্থন করে বক্তব্য প্রদান মানসিক বৈকল্যের প্রকাশ"
এখানে লেখক আবদুর রহমান (রোমাস) বলেছেন: হাসান বায়েজীদ ভাইর মন্তব্যর মন্তব্য করতে গিয়ে বলেছেন-
“যুদ্ধাপরাধীদের বিচার করে ফেললে ল্যাটা চুকে যায়।"
আমি আপনার সাথে একমত হতে পারছিন। আপনি একবার চিন্তা করুণ - তখনকার জামাতিরা কেন রাজাকার হয়েছিল? কেন আমাদের স্বধীনতার বিরোধিতা করছিল (এবং এখনো করছে)? - তাদের নীতির জন্য, তাইনা? এখন কথা হচ্ছে- তারা কি তাদের নীতি পরিবর্তন করেছ? করেনি। তাহলে কি দাঁড়ল? ওরা যদি সুযোগ পায়, তাহলে কি করবে? ওদের আগের চরিত্র আবার দেখা যাবে। তাই ওদের সমর্থণ না কেরে আসুন আমরা সকলে(অন্তত যাঁরা দেশকে ভালবাসি) ওদের বিরোধিতা করি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।