লোকে বলে আমি জ্ঞানী, কিন্তু আমার জ্ঞান ধর্ম মৌলবাদীদের কাছে খুবই পানি।
সবেমাত্র ঘুম থেকে উঠে খবরের কাগজ পড়তে গিয়ে হোচৎ খেলাম। প্রায়ই রক্তারক্তির খবর পড়তে হয়। খুব সহানুভূতিশীল লাগে অসহায় নিরপরাধ জনমানুষদের। দোষীদের সাথে নির্দোষীদেরও প্রায় হতে হয় লান্ঞ্জিত-অপমানিত- জখম আর মেনে নিতে হয় মৃত্যুর মতো কঠিন বাস্তবতা। বিশ্বের অরাজকতা আমাকে প্রায়ই করে অস্হিতিশীল। এমন ভার খুব কঠিন। দুনিয়ায় যারা বুক চেচিঁয়ে মানবতার কথা বলে তারাই বুঝি এসব করে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।