আমাদের কথা খুঁজে নিন

   

হাইরে গ্রামের অবস্থা

"অভিজ্ঞতা ও পরিশ্রম কখনো মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেনা" হাইরে গ্রামের অবস্থা আমি একজন সাধারণ মানুষ আমার ইচ্ছা নেই ধনিদের মত বিলাসবহুল ভাবে জীবনযাপন করার। তাই একজন সাধারণ মানুষ হিসেবে গ্রামেই বসবাস করি কেননা গ্রামের প্রকৃতি আমার কাছে খুব ভাল লাগে সকালে আযান আর পাখির সুরে আমার ঘুম ভাঙ্গে। তারপর প্রতিদিন কাটে খুবই আনন্দে। তাই আমি গ্রামকে এত পছন্দ করি। তাছাড়া গ্রামে এখন পৌছে গেছে বিদ্যুৎ, টেলিভিশন, কম্পিউটার, ইন্টারনেট তাই গ্রামকে শুধু মাত্র গ্রাম বলা চলে না, বলতে গেলে একটি গ্লোবাল ভিলেজ।

কিন্তু গ্রামের কিছু কর্মকাণ্ডের কারনে মাঝে মাঝে আমার গ্রাম ছেড়ে চলে জেতে ইচ্ছা হই দূর দুরান্তে কেননা গ্রামের কিছু মানুষের স্বার্থের কারনে পুরো গ্রামের মানুষকে তার খেসারত দিতে হয়। আর এতে কিছু সুজোগ সন্ধানী মানুষ লিপ্ত হয় মানুষের ক্ষতি করতে। তারা লুট তরাজ থেকে শুরু করে, ক্ষেতের ফসল কাঁটা, গরু চুরি, টিউবওয়েল খুলে নিয়ে যাওয়া, এমনকি কেটে কুটে নষ্ট করে রেখে যায় মানুষের শেষ আবাশস্থল, এর পরও কি শেষ? না শেষ নই, জীবনও দিতে হই কত না মানুষের। যে জীবনের জন্য মানুষ প্রতিনীয়ত লড়াই করে চলেছে নিত্যদিন। অথচ শহরে যেখানে আমি আমার জীবনের খুব কম মুহূর্ত কাটিয়েছি সেখানে আমার মনে হই ন্যূনতম মানুষের বসত বাড়িটা হারাতে হই না।

মানুষ (আমরা) কি চিন্তা করে না যে একদিন তাকে মরতে হবে। আর আল্লাহর কাছে এর হিসাব দিতে হবে। যার পরিনাম আল্লাহ নির্ধারণ করে রেখেছেন । ## হে আল্লাহ আমাদেরকে হেদায়াত দান কর যাতে আমরা তোমার এই দুনিয়াতে তোমার কথা মত চলতে পারি। আমাদেরকে সেই পথে পরিচালিত কর যে পথে তোমার প্রিয়জন চলে গেছে।

“আমীন”। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।