আমাদের কথা খুঁজে নিন

   

মুভি রিভিউঃ নাইট রাইডার ২০০৮



যারা আমার মতো ৮০র দশকের নাইট রাইডারের পাগল ছিলেন তাদের ভাল লাগবে গ্যারান্টি দিয়ে বলতে পারি মুভিটা। কিট (নাইট রাইডারের গাড়ি) যাকে আমি ছোটবেলায় বলতাম ওয়াউ ওয়াউ গাড়ী,কারন সামনের লাইট গুলো ওয়াউ ওয়াউ ধরনের শব্দ করত। এর কন্সেপ্টটা নতুন করে সাজানো হয়েছে। অনেকটা ট্রান্সফরমার মুভি টাইপের মতো। ছবির পাত্র পাত্রি এতটা ভাল না লাগলেও একশন শট গুলো দেখার মতো।

যাই হোক কঠিন মুভি ক্রিটিক না হলে ছবিটা অবশ্যই Worth viewing.আর পুরানো সেই দিনের কথা মনে পরলে তো কথাই নাই। আমার মনে আছে সেই ৮৪-৮৫ সালে বিটিভিতে দেখতাম সাদাকালো। তখন বিটিভিতে রঙ্গিন দেখাতো কিনা জানিনা,পরে অবশ্য সাধ মিটিয়েছিলাম। এখনও ইউটিউবে দেখি মাঝে মাঝে। যারা দেখেছেন তাদেরকে শুভেচ্ছা, আর যারা দেখতে চান,তাদের জন্য এই লও লিঙ্ক মামাঃ http://www.movshare.net/video/7y4spyiledp46 প্রিন্ট ডিভিডি কোয়ালিটির।

তয় একটু বেশি স্পিড লাগবো নেটের।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.