এটা আমার রাজত্ব শাহবাগ এর প্রজন্ম স্কয়ার এ ছিলাম গতকাল। এত মানুষ একসাথে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে আন্দোলন করছে। এই আন্দোলন অনেক জারজকে আশাহত করছে কারন তারা যাদের গেলমান, তাদের বিচারের দাবিতে এই আন্দোলন। ওই সব অর্ধ পাকিদের জানিয়ে রাখি জনতা যখন জাগে তখন তাদের দাবি আদায় করেই ছাড়ে। সুতরাং অপেক্ষা কর তোমারও দিন ফুরাল।
ভাগ্য ভাল এখনও অক্ষত আছ। যখন সত্যিকারের দেশ প্রেমিকেরা ধরবে মাফ চেয়েও পাড় পাবেনা।
অনেকক্ষণ ছিলাম ওখানে। স্লোগানে স্লোগানে মুখরিত পুড় এলাকা। আমরা প্রায় ১৫ জনের মত ছিলাম।
স্লোগান দিতে দিতে এখন গলা বসে গেছে। তবে সবার মধ্যে যে মনোভাব দেখলাম তা অবদমন করা যাবে বলে মনে হয়না।
গতপরশুদিন ক্লাসে গিয়ে কয়েকজনের কথা শুনে মাথা গরম হয়ে গেল। অনেকক্ষণ বিতর্ক হল তাদের সাথে। এসব নব্য রাজাকারের বিরুদ্ধেও আমাদের লড়তে হবে।
মা, মাটি, দেশের সাথে বিশ্বাসভঙ্গকারী দের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবেই। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।