আমাদের কথা খুঁজে নিন

   

হযরত মুহম্মদ (সা) এর ছবি!!!/???



একটু আগে একটা চেইন মেইল আসছে যে উইকিপিডিয়া হযরত মুহাম্মদ (সা) এর ছবি-সহ আর্টিকেল ছাপিয়েছে! প্রথমেই মাথায় আসলো যে কথাডা, সেডা হৈলো, ছবি পাইলো কৈ? কিংবা, পরিবর্তে কি ছবি ইউজ কর্তেছে? চোখে ভাসলো মোনাজাত কিংবা সেজদা রত ওরিয়েন্টাল ধাচের কোনো ছবি হয়তো দিয়েছে। তো উইকিতে গেলাম এবং সেখানে যে ছবিটি মহানবীর নামের সাথে দেয়া আছে তা হলো আমার পোষ্টের এই ছবিটি। তার স্মৃতি বিজরিত আরো বেশ কিছু ছবি অবশ্য যোগ করা হয়েছে আর্টিকেলে। ধর্মকর্মের বিতর্কে যেতে চাইনা, শুধু বলছি আমার কাছে মনে হয়নি, ছবিটি এমন কোনো আপত্তিকর। আপনাদের কি মনে হয়? পুনশ্চ: মেইলটিতে ছোট্ট অনুরোধ জানিয়ে বলা হয়েছে, উইককে ওই ছবি রিমুভ করার অনুরোধ করা হলে, উইকি শর্ত দিয়েছে ১ লাখ লোকের স্বাক্ষর সহ লিখিত মতামত লাগবে। এরিমধ্যে, ৬৪ হাজার স্বাক্ষর সংগ্রহ হয়ে গেছে। স্বচ্ছতার জন্যে মেইল প্রেরকের এড্রস দিয়ে দিলাম। Muhammad Saiful Islam Lecturer in English King Khalid University Abha, Kingdom of Saudi Arabia Mobile: +966 050 200 1528

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.