আমাদের কথা খুঁজে নিন

   

অনামিকা ! আমি তোমার কেউ হতে চাইনি !!

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

আমি তোমার কেউ হতে চাইনি চাইনি তোমার হাত ধরে জোছনা দেখার স্বপ্ন । ভরা পুর্নিমায় বাড়ীর ছাদে তোমার সাথে বসে আকাশ দেখার ভাবনাও ভাবিনী কখনো । কি এক নাম না জানা ঝড় এসে আমাকে তোমার সামনে নিয়ে ফেললো। তুমি অপলক দৃষ্টিতে আমায় দেখছিলে আমিও দৃষ্টি ফিরাতে পারিনি সে দিন । মাইরি বলছি! তার পরও আমি স্বপ্ন দেখিনি যা দেখেছিলে তুমি ।

কেন সে দিন এমন করে বলেছিলে 'আজ ভরা পুর্নিমায় তোমার সাথে আকাশ দেখবো' । আমিতো 'জোছনা' কি জিনিস জানতামই না পুর্নিমা'র সোনালী আলোর ঝিলমিল খেলা সে তো প্রায়ই দেখি । তা দেখায় যে এত সুখ , তোমার কালো ঐ চোখে আমার এই চোখ না পড়লে আমি জানতামনা তা কোন দিন । তুমিই স্বপ্ন দেখিয়েছো তোমার হাত ধরে জোছনা দেখার ভরা পুর্নিমা'য় তোমার পাশে বসে আকাশ দেখার । সব কিছু ঠিকই আছে স্বপ্ন, জোছনা , ভরা পুর্নিমা..... অথচ তুমিই হারিয়ে গেলে কোন অজানায় ।

অনামিকা ! আমিতো তোমার কেউ হতে চাইনি । স্বপ্ন দেখিয়ে কেন এভাবে হারিয়ে গেলে পাষানি । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।