আমাদের কথা খুঁজে নিন

   

সহজেই ভুলে যাই আমরা তাই বোধ হয় আমাদের সাথেই এমনটি হয় বারংবার...

সব ক'টা জানালা খুলে দাওনা...

স্বাধীনতার পর থেকে একের পর এক বড় বড় হত্যাযজ্ঞ হয়ে এসেছে আমাদের দেশে। একে একে আমরা হারিয়েছি বঙ্গবন্ধু, চার নেতা, জিয়া থেকে শুরু করে মাত্র ক'দিন আগে ঘটে যাওয়া পিলখানা হত্যাকান্ড। ঘটনার সময় আমরা সাধারণ মানুষ থেকে শুরু করে সংবাদপত্র বা ইলেক্ট্রনিক্স মিডিয়া আবেগ তাড়িত হয়ে খুব দাপাদাপি করি খুব। এরপর কিছুদিন যেতেই আমরা ভুলে যাই যা হয়েছে...ধুলো জমতে থাকে স্মৃতিতে...এটা তো হবেই কিন্তু এত জলদি কেন? ক'দিন আগে বেয়ে পড়া চোখের পানির মূল্য এত কম কেন আমাদের কাছে? এ কারণেই কি বিগত সব হত্যাকান্ডগুলির বিচার কার্য সম্পন্ন করা যায়নি? আমরা কি পারিনা ক্রমাগত মনে করে যেতে, কারন এ ঘটনার শিকার আজ হয়তো অন্য কেউ হয়েছে, কে জানে এক ই ঘটনা আপনার আমার সাথে কাল ঘটবেনা? প্রথম আলোর মত পত্রিকাতে পিলখানা ঘটনার আজ মাত্র ক'দিন পরেই তেমন কোনো বড় হেড লাইন নেই এ ব্যাপারে। তারা কোনো মন্ত্রী মাজারে গেলে পারলে সেটাও লাল কালির হেড লাইন করে বসে আর এত বড় একটা ঘটনার কোনো ফলোআপ নেই সেখানে... আর কতদিনে শিখবো আমরা? আর কত আঘাতের পরে বুঝতে শিখবো, এই দেশটা আমাদের...এখানেই আমাদের থাকতে হবে...এখানেই রেখে যাব আমরা আমাদের পরবর্তী বংশধরদের?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।