আমাদের কথা খুঁজে নিন

   

সিএনজিওয়ালাদের কাছে আমরা কি জিম্মি?



আজ সকালে ধানমন্ডি থেকে মনিপুরীপাড়া গেলাম কালো ক্যাবে। রাস্তায় নেমে দেখা মিলল এক সিএনজি ওয়ালার। বলল, ৮০ টাকা লাগবে। বললাম, মিটারে চলো। যাবে না বলে চলে গেল।

একটু পরে কালো ক্যাবটা পাইলাম। বলল, একটু বাড়ায়ে দিয়েন। মনিপুরীপাড়া পৌছাবার পর ১২ টাকা বেশি দিয়ে লাগলো মোট ৬০ টাকা। ফেরার সময় পড়লাম আরেক বিপদে। কেউ আসতে চায় না।

এক ক্যাব দাড় করাইলাম বলল, ১২০ টাকা। মেজাজ খারাপ হয়ে গেল। মাইর দিতে চাইলাম। পরে একটা সিএনজি নিয়ে আসলাম ৭০ টাকা দিয়ে। এরকম ঘটনার শিকার এর আগেও কয়েকবার হতে হয়েছে।

আমার মত অনেকেই হয়ত হন। ইদানীং ব্যাটারি চালিত অটোরিকশাগুলোর অবস্থা আবার এককাঠি সরেস। জিজ্ঞাসা করবেন, ভাড়া চাইবে হলুদ ক্যাবের চাইতেও বেশী। কিন্তু এর কি কোন শেষ নেই? কারোর কুছু করার নেই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।