আমাদের কথা খুঁজে নিন

   

সাব্বাশ ব্যাটারা... সাহস আছে সিএনজিওয়ালাদের!!!



দেশের শিক্ষিত সচেতন নাগরিক সমাজ দেশের বিচিত্র বিষয়ে সরকারের কাছে যখন কানাকড়ি দামও পাচ্ছেন না তখন এই দেশের ব্যবসায়ী সমাজ একের পর এক বৃদ্ধাঙ্গুলী প্রদর্শন করে চলেছেন সরকারের দিকে... প্রথমে চাল-আটা, তেল-নূন... লেটেস্ট সংযোজন পরিবহন ব্যবসায়ী... সিএনজি বাহিনী... সাব্বাশ ব্যাটারা... সাহস আছে... সরকার কইলো সাবধান ভাড়া বাড়ানো যাইবো না... পরের দিন থেইক্যাই টিকেটের উপরে সিল মাইরা ভাড়া বাড়াইলো তারা... বাসের মধ্যে ছোট ছোট পোস্টারও মাইরা দিলো... ভাবলে ভালোই লাগে... তাদের ভাবসাব এমন : পারলে ঠেকাও। দ্যাখ ব্যাটা বুকে সাহস আছে। ভাড়া বাড়াইলাম... দেখি কী করস? ফিল্ডে আইসো... হুম! সাব্বাশ!!! জয় সিএনজি বাহিনী!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।