আমাদের কথা খুঁজে নিন

   

হিসাবটা মিলছে! শুক্রিয়া!

ট্রুথ নট সেইড টুডে, কুড টার্ন টু আ লাই টুমোরো

অবশেষে হিসাবটা মিলছে! গরবে আমার বুক পেট সব ফুইলা উটছে। আন্টাসিড খায়াও কাজ হইতাছে না। অবশেষে আমাদের সামরিক বাহিনী একটা সহজ কিন্তু গুরুত্তপুরন অংক সাফ্যলের সাথে মিলাইতে পারছে। যদিও টাইম একটু বেশি লাগছে...৪ দিন মাত্র। অংকের রেজাল্ট হইলো ৬।

এত দিন উনারা কইছেন ৭২। আমার জানা মতে সামরিক বাহিনীতে ভাল অংক জানা লোকের অভাব নাই। উনাদের calculator এ ব্যাটারী ছিল না মনে লয়। নিউজ ৪দিন লাগার কারনটা হইলো..."অনেক অফিসারের আত্মীয়-স্বজন তাদের খোঁজ নেওয়া শুরু করেছিল। তারা জানতেন না ওই অফিসাররা কোথায় আছেন।

আমরাও ওই পরিস্থিতিতে তাদের নিখোঁজ ধরে নিয়েছি। --সিজিএস লেফটেন্যান্ট জেনারেল জামালী". আমাগ ভাই ব্রাদারদের মইরা সাফ, আর উনারা তখন "ধরি" দিয়া অংক শুরু করছেন। আরো গরব হইতেছে যে, কোন হিসাব কিতাব ছাড়াই আমাগ সরকার ...হানাদার(!) বিডিয়ারদের সাথে নেগসিয়েশন কইরা দেশ উদ্ধার করছেন। তারা দফায় দফায় মিটিঙ্গের ফাকে একবারো জানতে ছান নাই...কয় জন অফিসার জিম্মি...কয় জন মারা গেছেন...। আহহা , আসলে তেমন দরকারই পড়ে নাই।

সাধারন ক্ষেমা দিতে এত হিসাবের দরকার নাই। শেখ সাব কি রাজাকার হিসাব কইরা ক্ষেমা দিছিল?আলবত না। তাইলে আবার বেহুদা বকবকানি ক্যান? এক্কন আবার গুজব ছাড়াইতে মানা ...সুত্রাং লেখালেখি অফ দেই...কোন চিপা দিয়া কি গুজব লেইখা ফেলাই...পরে রইট্টা গেলে বিপদ। তয় এই দশকের সবচেয়ে বেশিবার পরিবেশিত গুজব "৬৩ জন আরমি অফিসারের লাশ পাওয়া গেছে...৭২ জন নিখোজ"।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।