আমাদের কথা খুঁজে নিন

   

মোড়কের ফাঁদে শিশুখাদ্য

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

পন্য পরিমাপ থেকে প্যাকেট ভারী। কখনো প্লাষ্টিকের ভারী মোড়ক। পলিমার প্যাকেটের ছড়াছড়ি। এত রঙ্গের ছড়াছড়ি যে বাচ্চারা ঐ প্যাকেটের পিছনে দৌড়াচ্ছে। হুমকির মুখে শিশু স্বাস্থ্য ।

ধীরে ধীরে শিশুরা পুষ্টিহীন ভাবে বড় হচ্ছে। অধিক মুনাফার জন্য দেশী অথবা বহুজাতীক কোম্পানীগুলো আমাদের কমলমতি শিশুদের টার্গেট করে মার্কেটিং করছে। কোন নীতিমালায় চলছে এসব। লাভের চাইতে কোম্পানীগুলোর উচিত একটি স্বাস্থ্যবান শিশু আগামীর জন্য তৈরী করে রাখা । অথচ স্বাস্থ্য বিভাগ শিশুদের কথা না ভেবে এসব পন্যের মান যাচাই না করে এক শ্রেনির অসাধু কর্মকর্তারা ব্যাস্ত থাকেন মাসোয়ারা আদায়ে।

আর তাদের টার্গেট থাকে বড় ডিপার্টমেন্টাল ষ্টোর গুলো । যেখানে আসে মোটা চাক্কা ওয়ালা গাড়ীর মালিকের বাচ্চারা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।