মানুষ পরাজিত হতে পারে কিন্তু কখনো ধ্বংস হয় না। - আর্নষ্ট হেমিংওয়ে
পিলখানায় যে সকল সামরিক অফিসারদের হত্যা করা হয়েছে, তা অত্যন্ত সুপরিকল্পিত বলে ধারনা করা হচ্ছে। কিন্তু এইট পাশ, এস এসসি পাশ সৈনিকদের দ্বারা এরকম সুপরিকল্পিত, অরগানাইজড (গোয়েন্দা সংস্থাগুলাকে ফাঁকি দিয়া )হত্যাকান্ড সম্ভব হলে জাতির মেধাবী পুত্র কারা এ নিয়ে সন্দেহ জাগে। এ সকল সৈনিকদের দৌড় অজারকতার মাঝে চামে দিয়া গয়নাগাটি নিয়া ভাগা পর্যন্তই। প্রায় দেড়শ জন সিনিয়র অফিসারদের হত্যা কইরা কব্বর দেয়ার কলিজা এদের আছে কিনা এ নিয়া প্রশ্ন আছে।
এখন সরকার আর্মিদের শান্ত করার জন্য আন্দাজে বিডিআরদের ধরে আর্মি কর্তৃক তাদেরকে হত্যার লাইসেন্স দেবেন নাকি সেটাই প্রশ্ন। আর আসল লোকেরা বরাবরের মতোই থেকে যাবে ঘটনার অন্তরালে। বিচারের নামে যেন আরেকটি গনহত্যা না হয় সেটাই এখন কামনা। আসল চক্রান্তকারীদের বের করুন, তাদের নামে মামলা দিন।
আর বাংলাদেশের গোয়েন্দা সংস্থার দৌড় চিপা থাইকা গান্জুট্টি ধরার মদ্যেই।
আর যে ছয় জন সিভিলিয়ার মারা গেছে তাদের পরিবারকে নূন্যতম একটি করে ছাগল দেয়ার দাবি জানাচ্ছি আমি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।