অনেক রাতে ঘুম ভেঙে গেল হঠাত করেই । বাইরে তাকিয়ে দেখি তখনো ভোরের আলো ফুটেনি।
আজ দ্বিতীয় দিন ......
গতকাল সারারাত গোলাগুলি হয়েছে । অনেকেই নাকি মারা গিয়েছে .... মানুষ জন্ম নিলে তো মরবেই , আমার কী ??
আমার চোখে অনেক রাতের না ঘুমানো ক্লান্তির ছাপ । আমি অনেকদিন ঘুমোইনা ...... রাতভর ঘুম //
আর্মি অফিসাররা দুর্নিতীবাজ, তারা এতোদিন যে শোষন করেছে তথাকথিত ব্লাডি সিভিলিয়ানদের ........ তারা তো হঠাত করে একদিন জেগে উঠবেই , আজ নাহয় কাল ...... তাতে আমার কী ?? আমার তো টেনশন করার কিছু নেই ।
আমার বাপের জন্মে কেউ কোনদিন আর্মিতে ছিলোনা । বড় বাচা বেচে গেছি ......
একটু আগে টিভিতে একটা বাচ্চা মেয়ের লাশ দেখাচ্ছিল। অনেকেই বলছে তাকে নাকি রেপ করে মেরে ফেলা হয়েছে । আরে কতোজনই তো কতো কথা বলে । রেপ করছে তার প্রমান কী ?? কেউ কোন প্রমান দেখাতে পারবে? যত্তোসব ফালতু প্যাচাল ......
মানুষ মারা গেলে তার নাকি আবার বিচার হয়? আরে যার মৃত্যু যেখানে লেখা আছে সে তো সেখানে মরবেই ।
তার আবার বিচার কী ? বিচার করলে তো তাহলে স্রষ্টার বিচার করতে হয় .......
আসলে কোন কিছুরই কোন দরকার নাই । যেদিন আমার মা কারো কাছে প্রানভিক্ষা চাইবে তখন রেগে উঠলেই হবে । যেদিন আমার বোনকে ২০ জন মিলে গনধর্ষন করবে সেদিন মাথায় রক্ত উঠাবো ........তার আগে নয় ........ শালার কোথায় কোন কুত্তারা মরলো তা নিয়ে মাথা ঘামানোর সময় আছে আমার??
আরো এককাপ কফি নিয়ে বসতে হবে । ব্লগে নির্যাতিত মানুষ নিয়ে একটা পোস্ট দিয়েছি । প্লাস মাইনাসের হিসাবটা এইবার একটু না দেখলেই নয় .........
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।