ইউনিকোডে আমরা সার্বজনীন একটা বর্ণমালা পেয়েছি... এখন এটাকে সার্বজনীনভাবে তুলে ধরার প্রয়াস থেকে এই পোস্ট.....
আমরা ব্রাউজারগুলোতে যে বাংলা লিখি তা প্রতিটা অক্ষরের জন্যে একটা করে কোড বসিয়ে দেয়....... ফলে একক বর্ণ সব ব্রাউজারেই একি রকমভাবে দেখা যাবে...
অর্থাৎ "ক" লিখার জন্যে সব ব্রাউজার যেই পথটা অনুসরন করবে তা হল: ক এর জন্যে বরাদ্দকৃত কোড পেলে একটা মাত্রা দিবে এবং একটা ত্রিভুজ একে একটা বৃত্তচাপ দিবে
কিন্তু কোন যুক্ত অক্ষর কিভাবে আঁকা হবে তা ব্রাউজার ভেদে ভিন্ন..... ফলে অনেক যুক্তক্ষর অনেক ব্রাউজারে ভেঙ্গে যেতে দেখা যায়........তাই যুক্ত বর্ণগুলো কোন ব্রাউজারে কিভাবে রেন্ডার (আঁকা) হয় সেটা কেউ জানলে অথবা এ সংক্রান্ত কোন পোস্ট থাকলে প্লিজ লিংকটা দিবেন....... আমার এগুলো জরুরী ভিত্তিতে দরকার......
ধন্যবাদ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।