আমাদের কথা খুঁজে নিন

   

নোটিশবোর্ডরা আজকে পিকনিকে গেলে নাফিস ইফতেখারকে কিভাবে দুপুর ২টা ৪৪মিনিটে ব্যান করার নোটিশ দিলো???

মনের কথা বলতে আসছি......।

পুরা সামহোয়ারই পিকনিকে গেছে মডারেশন হয় নাই ব্যান বুন হয় নাই গালিবাজদের কমেন্ট মুছা হয় নাই। শুধু হইছে নাফিস ইফতেখার কে ব্যান!!!!! নাফিসের ভাষায়, "নোটিশবোর্ড এইমাত্র একটা পোস্ট দিলো: View this link এখানে সে বলসে - "২৪শে ফেব্রুয়ারী, মঙ্গলবার ২০০৯, সকাল ৭টা থেকে রাত ১১:৩০ পর্যন্ত ঢাকার বাইরে থাকায় সামহোয়্যার ইন ব্লগে কোন মডারেশন সম্ভব হয়নি বলে আমরা দুঃখিত। " তাইলে আজ দুপুরে ৩টা নোটিশ দিয়া আমাকে কমেন্ট ব্যান করলো কে? আমার পোস্ট মুছলে কে? আমাকে ফ্রন্ট পেইজ ব্যান করলো কে? কোন ভূতে?" এ বিষয়ে নাফিসের পোস্ট : Click This Link নাফিসকে দেয়া নোটিশবোর্ডের মেসেজ : Click This Link নোটিশবোর্ডের স্টিকি পোস্ট: Click This Link নাফিস বলেছেন: আপডেট ২: একটু আগে মেইল চেক করতে ঢুকলাম। যেহেতু আজ (আজ বলতে ২৪শে ফ্রেব্রুয়ারী বুঝানো হচ্ছে) একই সাথে আমার পোস্ট মোছা হয়েছে, আমাকে কমেন্ট ব্যান ও ফ্রন্ট পেইজ ব্যান করা হয়েছে, তাই আমি নিশ্চিৎ ছিলাম মেইল বক্সে আমার জন্য সামহোয়্যারের ইন.... কর্তৃপক্ষের তরফ থেকে একটি আকর্ষনীয় ব্যান-জানানিয়া মেইল অপেক্ষা করছে।

কিন্তু কিসের কি? ঢুকে দেখি কোন নতুন মেইল আসে নাই। মেইল না দিয়ে একই সাথে কারো পোস্ট মোছা, তাকে কমেন্ট ও ফ্রন্ট পেইজ ব্যান করা হয় জানা ছিলো না। আবার ৩টি সুদৃশ্য নোটিশ তারা ঠিকই পাঠিয়েছে। কেমনে কি? মোডারেশন কি দারোয়ানদের হাতে ছেড়ে দেয়া হয়েছিলো? `````````````````````````````````````````````````````````````````````````````` কেউ যদি ভেবে থাকে নোটিশবোর্ডকে একহাত দেখে নেয়াই আমার কাজ, তাহলে ভূল। আমি শুধু চাই নাফিসের আনব্যান।

আর কিছু না। এমনকি আমার এই নিক ব্যান/ ব্লগ ডিলিট করার মধ্যে দিয়ে হলেও।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।