আমাদের কথা খুঁজে নিন

   

আমার জন্মদিন ছিল ১৯ শে ফেব্রুয়ারি



প্রথমেই আমার বড় ভাই আমাকে অগ্রিম উপহার দেয় জানুয়ারির ২৩ তারিখে একটা মোবাইল (নকিয়া ৫৮০০) কিনে নিয়ে আসে। আমি অবশ্য চিন্তায় ছিলাম এটা কি আমার জন্যই কেনা না নিজের জন্যই কেনা? যাই হোক, আমার জন্মদিন ছিল ১৯ শে ফেব্রুয়ারি। ঐ দিন আমি কলেজ যাওয়ার পর জানতে পারি আমার জন্য আমার দোস্তরা কিছু surpriseনিয়ে অপেক্ষা করছে বসুন্ধরা সিটিতে। ওখানে গিয়ে দেখি ওরা টেবিল তিনটা একসাথে জোড়া লাগাইছে অনেক বড় বড় বক্স ছিল টেবিলের উপর। টেবিল পোরা ভর্তি।

আমি shocked ছিলাম একেকজনের gift দেখে। আমাকে ঘড়ি,গাছ,পেইন্টিং,বিভিন্ন পদের গোলাপ আর গেন্ডেলিয়া ফুল,আরো অনেক কিছু দেয়। ওখান থেকে বই মেলায় যাই কিন্তু ভিড় থাকায় ওখান থেকে কিছু কেনা হয় নি। বাসায় এসে দেখি মা আমার জন্য পাটিসাপটা পিঠা বানাচ্ছে। বাবা একটা ডালিয়া ফুল গাছ নিয়ে আসছে (আমার বাগানের জন্য)।

আমি confuse ছিলাম আমার ভাইয়ের giftনিয়ে। সেটাও দূর হলো তারপর দিন যখন সে আমাকে wish করে আর বলে ওটা আমার। আমি খুবই খুশি হই এই কথা শুনে। ধন্যবাদ আমার বাবা মাকে এত অসুস্থ থাকা সত্তেও আমাকে এমন করে wishকরছে। ধন্যবাদ আমার বড় ভাইকে।

আমি জানি সে আমাকে অনেক ভালোবাসে। ধন্যবাদ আমার বন্ধুদের। আমার তোলা ছবিগুলো দেয়া যাচ্ছে না ও গুলোর size অনেক বড়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.