আমাদের কথা খুঁজে নিন

   

আহ মরি বাংলা ভাষা (রম্য)

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

২১ ফেব্রুয়ারি এলে আমরা মহা ধুমধামের সাথে ভাষা দিবস পালন করি অথচ সেই শ্রদ্ধাতেও মিশে থাকে ভেজাল। কিভাবে? যারা শহরে ভাষা দিবস দেখে অভ্যস্ত তারা ব্যাপারটা ভালো উপলব্দি করতে পারবেন না। গ্রামে শহীদ দিবসের অনুষ্ঠান মানেই ভাষাদিবস উপলক্ষে আনা মাইকে হিন্দি-ইংরেজি গান লাগিযে পোলাপাইনের ঝাঁকানাকা নাচ। সে এক অভুতপূর্ব দৃশ্য...ভাষা দিবস উপলক্ষ্যে আনা মাইকে গান বাজছে..‘দিল ডিংডংডিং বোলে..’ আর পোলাপাইন নাচছে দল বেঁধে। আহা মাতৃভাষা প্রেম।

গ্রামে ভাষা দিবস পালনের এই দৃশ্য দেখলে মনের দুঃখে আপনারও তাদের মত নাচতে ইচ্ছা করবে। আসলে এখন ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে মাতৃভাষা দিবস পালন না করলে কেমন যেন দেখায় তাই কোনমতে দিবসটা পালন করা আর কি? আমাদের মধ্যে একুশের যে মূল চেতনা তা কিন্তু আমরা লালন করতে পারিনি। আমরা বিসিএস এর প্রিলির জন্য সালাম কোন গ্রামে জন্মগ্রহন করেছিলেন সেইটা পড়ি, মুখস্থ করি কিন্তু ভাষার মুল চেতনাকে আমরা অন্তরে ধারণ করি না। মাতৃভাষা দিবসের তাৎপর্য ও এর আনুষ্ঠানিকতার বাইরের ভাষা নিয়ে আমাদের কোন তাগিদই নেই। তাই আমাদের সন্তানরাও ভাষা দিবসকে ফুর্তি-আনন্দের দিন ধরে নিয়ে হিন্দি গান বাজিয়ে ধুমধাড়াক্কা নাচে।

অংক পরীআর রেজাল্ট দিচ্ছে। একছাত্র ২১ পেয়েও বেশ খুশি ক্লাসে ‘ভি’ চিহ্ন টিহ্ন দেখিয়ে একাকার। শিক্ষক তার এই আচরণ দেখে রেগে বললেন, এই ছেলে তুমি অংকে ২১ পেয়েছ তারপরও কোন লজ্জা নেই? তোমার তো এখন লজ্জায় মাথা নিচু করে থাকার কথা। বেয়াদব কোথাকার ! বেশ স্বাভাবিক গলায় ছাত্রটি উত্তর দিল -‘২১ পেয়েছি বলেই তো মাথা নিচু করতে পারছি না স্যার। একুশ মানেই তো মাথা নত না করা।

’ একুশের দোহাই দিযে যেমন ধান্দাবাজ ছাত্রটি নিজের পিঠ বাঁচাতে চাইছে, তেমনি এবছরও ২১ শে ফেব্রুয়ারির দিন দামী দামী বক্তৃতা দিয়ে অনেকে তাদের পিঠ বাঁচাতে চাইবেন। যারা অন্তরে আজো উর্দু ভাষার জয়গান করেন। আজো মনে মনে বলেন,‘ কেন যে দেশটা ভাগ হল? কেন যে মাতৃভাষা উর্দু হলনা ! ’ তবে আমার কেন জানি মাঝেমধ্যেই অন্তরের অন্তস্থল থেকে সেইসব পাবলিকদের মোবারকবাদ জানাতে ইচ্ছে করে। মনে হয় বুঝি তারা সঠিক পথেই আছেন। আসলেই এ দেশের ভাষা বাংলা না হয়ে উর্দু হবার দরকার ছিল।

কারণ বাংলা ভাষার প্রতি আমাদের যা কদর!! কী এটুকু শুনেই মুখ কালো হয়ে গেছে ? আমাকে রাজাকারের বাচ্চা ছাগু মনে হচ্ছে? ঠিক আছে জনাব আমি না হয় ছাগুই। কিন্তু আপনি তো মহান দেশপ্রেমিক-ভাষাপ্রেমিক। বাংলা ভাষা আপনার শোনিতে শোনিতে প্রবাহমান। আপনি জীবন দিতে পারেন ভাষার জন্য। যে ভাষার জন্য আপনার এত টান তখনতো আপনাকে বাংলা ভাষা বিষয়ক একটা প্রশ্ন করতেই পারি।

এর উপরেই প্রমান হয়ে যাবে আপনার ভাষাপ্রেম। আপনি কি রেডি? আচ্ছা বলুন তো আজ বাংলা মাসের কত তারিখ? (সমাপ্ত) প্রথম খন্ড:View this link দ্বীতিয় খন্ড:View this link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।