আমি একজন কম্পিউটার নেটওয়ার্ক এবং টেলিযোগাযোগ প্রকৌশলী, গায়ক, Guitarist এবং লেখক. এখন আমি Almasaood গ্রুপ UAE তে সফ্টওয়্যার প্রোগ্রামার হিসাবে কাজ করছি
আরেকটা ৫২ ,
আরেকটা যুদ্ধ ,
বিবেকের কাছে আজ
সব ই পরারুদ্ধ।
মার খাই তবু কেন দোষ টিক আমার ই
হেসে যায় রাজাকার , পতাকার বহর ই ।
রাজা আসে রাজা যায়
রাজাকার রয়ে যায় ,
রক্তের গঁন্ধে
বাতাস আজও কেঁদে যায় । ।
হতে হলে সরকার প্রতিভার দরকার
নোট দেখে যদু মদু এই কথা ভুলে যায়।
।
যদু মদু ক্ষেঁপেছে এক সাথে সোচ্ছার,
এ বিচার মানি না ফাঁসি চাই মোল্লার । ।
এ বিচার মানি না ফাঁসি চাই মোল্লার । ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।