- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -
প্রতিটা প্রিয় গানই কোনো না কোনো সময়ের কথা ভীষণ করে মনে পড়িয়ে দেয়। আর সে সময়টাতে হারিয়ে যাওয়া থেকে কিছুই ফেরাতে পারে না তখন... শুধু একটি দীর্ঘশ্বাস আর একটি সুর বাজে মনে.. একই সে বাগানে আজ এসেছে নতুন কড়ি
গুছিয়ে লিখতে পারা হয়তো আমার ধাতে নেই। টুকরো টুকরো কথাগুলো অনেক কথা বলে। ভুলগুলোকেও ফুল বলে ভুল হয়। ব্ড্ড অস্থিরতা বলেই সাহিত্যকর্ম সৃষ্টিশীল নয়।
অগোছালো শব্দমালা এতো গুছানো কেনো!!
সেই গ্রীষ্মের দুপুরগুলো কেনো বদলে গেছে... জানি না। কল্পনাতে বসত কে না করে!! কল্পনাই বাস্তবে অমিত শ্লোগান হয়ে অধরে, লেখনীতে শোভা পায়। নিঃস্ব হয়ে যাওয়া চাঁদের আলোয়... সব ব্যথাগুলোই গান হয়ে যায় কেনো!!
ফিরে পেতে চাওয়া সেই বৃষ্টি ভেজা সুর.. দৃষ্টি ফেরায় অবাক অতীত। বুকে হাহাকার নিয়ে রাত জেগে স্মৃতিমন্থন। ধূর ছাই!! আনন্দ আসছে না কেনো? স্মৃতি শালা এতো করুণ কিল্লাই!!!
নাহ্ অনেকদিন ছাদে বৃষ্টিতে ভেজা হয় না।
কবে যে হবে তারও নেই কোনো নাম নিশানা... শুধু দীর্ঘশ্বাস আর প্রাণে বাজে কেনো এমন যে মনে হয়- কথা শুধুই কথা আর নয়
...শেষ নেই )পুরুফ বাকি(
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।