আমাদের কথা খুঁজে নিন

   

দ্বিধাময় দাঁড়িয়ে রয়েছি

"আকাশে নক্ষত্র দেখে নক্ষত্রের মতন না হয়ে পারিনি আমি / নদী তীরে বসে তার ঢেউয়ের কাঁপন, / বেজেছে আমার বুকে বেদনার মত / ঘাসের হরিৎ রসে ছেয়েছে হৃদয়"। _আহমদ ছফা

এমনই দাঁড়িয়ে থাকি, এই ভালো মাঝপথে, পেছনে গোধুলির আলো, সমুখে প্রভাত। অথবা সত্যি নয় এইসব কোনোকিছু ঘুমের ঘোরেই আমি মিছে ভাবি! এমনই দ্বিধায় থাকি, এই ভালো দিশাহারা, গোলক ধাঁধাঁর মাঝে পথ খুঁজে কোনোদিন পেয়ে যাব, আজ নয় ভুল পথে হাঁটা হল - ভুলও কি প্রাপ‌্য নয়? এমনই বেসুরে বাজি, এই ভালো তালকানা, ছন্দপতন তবু ভালো লাগে সাধনায় হয়ত চকিতে ভৈরোঁ রাগেই আমি বাজাবো বেহাগ। এমনই দাঁড়িয়ে থাকি, এই ভালো আমার সমুখে নদি পেছনে পাহাড়। আকাশের খুব কাছে চূড়াতেও যেতে পারি অথবা ভাসতে পারি পলিমাখা জলে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।