আমাদের কথা খুঁজে নিন

   

উইন্ডোজের জন্য মুক্ত সফ্টওয়্যার - ১



উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালিত কম্পিউটারে উন্মুক্ত প্রোগ্রামিং সংকেত সফ্টওয়্যার ব্যবহার করা যায়। এসব সফ্টওয়্যার নেট থেকে বিনামুল্যে নমানো যায়। নিচে বিভিন্ন কাজের জন্য কিছু মুক্ত সফ্টওয়্যার এর ওয়েবসাইট ঠিকানা দেয়া হল: ১. অনলাইন চ্যাট করার জন্য সফ্টওয়্যার : http://amsn.sourceforge.net ২. ওয়েবসাইট দেখার সফ্টোয়্যার : http://kmeleon.soourceforge.net ৩. ভিডিও ফাইল চালানোর সফ্টোওয়্যার : http://www.getmiro.com ৪. আর এস এস সফ্টোওয়্যার : http://www.rssowl.org ৫. পিয়ার টু পিয়ার নেটওর্য়াক তৈরী করে ফাইল আদান প্রদানের সফ্টোওয়্যার : http:// cabos.sourceforge.jp ৬.মজিলা ফায়ার ফক্স : http://www.mozilla.org/products/firefox ৭. ছোট আকারের ফাইল রাখার সফ্টওয়্যার : http://www.7-zip.org ৮. আন্টিভাইরাস সফ্টোওয়্যার : http://www.clamwin.com ৯. ওপেন অফিস (লেখা-লেখির , হিসাব-নিকাশ এর জন্য। মাইক্রোসফ্ট অফিস এর মত সব ফিচার) : http://www.openoffice.org আগামীকাল আরো কিছু দিব। আশা করি আপনাদের কাজে লাগবে। সবাই কে ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.