আমাদের কথা খুঁজে নিন

   

কাঁদাতে চাইনি

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

কাঁদাতে চাইনি (ব্লগার সোহেলীর লেখা "কাঁদালে আমারে" কবিতার সূত্র ধরে) বিশ্বাস করো, কাঁদাতে চাইনি মোটেও। তুমি নদী হয়ে যেতে পারো ভেবেই- নিজেকে হিমালয় করে রেখেছিলাম দীর্ঘকাল। হৃদয় চূড়ায় একরাশ কান্না জমে ছিল তোমার প্রতীক্ষায়; তুমি ভালবেসে উত্তাপ দেবে আর আমি গলে যাবো অকস্মাৎ! তুমি নদীর মতো ভাসিয়ে নেবে আমার সকল কান্না, আমি ঠাঁই পেয়ে যাবো ভালবাসার অতল সাগরে। বিশ্বাস করো, কাঁদাতে চাইনি মোটেও। তুমি একাএকা হেঁটে যেতে যে পথে, আমি সুখ বিছিয়ে রেখেছিলাম সেই পথে।

সবুজ নরম ঘাসে ঢাকা ছিল বিন্দু বিন্দু কষ্ট গোপনে, তুমি-আমি রোজ এসে বসতাম যেখানে, আজ কারো পায়ের চিহ্ন নেই সেখানে। দূর্বাঘাসগুলো আজো কাঁদে রাতভর- তুমি ভাবো শিশিরে ভিজেছিল সেই পথ। বিশ্বাস করো, কাঁদাতে চাইনি মোটেও। এখনো অলস দুপুরে খুঁজি তোমাকে। বসন্ত বিকেলে সেই জারুলের ছায়া, ফুল বিছানো পথ, জোছনা-ধবল রাত আর তোমার হাত ছুঁয়ে চুপচাপ বসে থাকা।

সেই কাশের বন, শান-বাঁধানো পুকুরঘাট, মোহনীয় বাঁশীর সুর, কিছুই ভুলতে পারিনা। হঠাৎ বৃষ্টিতে ভেজা, আঁচলে মুখ মুছে দেয়া- এখনো কী দেবে মুছে? দিতে পারো, এখন আমার চোখে শুধুই কান্না। (সংশোধিত)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.