আমাদের কথা খুঁজে নিন

   

দেখা পেলেম ফাল্গুনে..

মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।

আজ পয়লা ফাল্গুন। সবার মনে রং। সবার মনে গান। সুর।

আমিই বা ব্যতিক্রম কেন? আমারও মনে সুর। "আমার পরাণে যে গান বাজিছে তার তালটি শিখো। " কিন্তু যে শুনবে, সে আপাতত নাই। তার নেট নাই। বল্গ নাই।

তাই আমার মন খারাপ। অবশ্য সকালে উঠেই মেসেজ। আমিই পাঠাইলাম। তার উত্তর আসে না। আমি ভাবলাম কি হইল? উত্তর নাই কেন? কোন অসুবিধা? দিলাম ফোন।

ধরে না। আমার টেনশন!! আবার ফোন দিলাম। দেখি বিজি!! গেল মেজাজটা খারাপ হইয়া। ফোনই অফ করে দিলাম। বেশিক্ষণ রাগ করে থাকতে পারলাম না।

অন করলাম। সাথে সাথেই ফোন.. - তোমারে এতক্ষণ ধরে ফোন করতেছি। অফ কেন? : ইচ্ছা - ও। তাইলে এখন অন করলা কেন? : ইচ্ছা - ও : তখন বিজি ছিল কেন? - ওরে গাধা!! এই নিয়ে চেতছো তুমি!! আমি তো তোমারেই ফোন করছিলাম। দেখি তোমার ফোন-ও বিজি!! এখন আমি চেতি??!! : ইচ্ছা!! - আচ্ছা, আমি রাখি।

: ইচ্ছা!! - একটা কথা বলার ছিল.. : কি? - "এত দিন যে বসে ছিলেম/ পথ চেয়ে আর কাল গুনে/ দেখা পেলেম ফাল্গুনে..."

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.