যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে
বসন্তে ভাল না মন্দ আছি এটা ভাবার সময়টুকু থাকা মানে অফুরন্ত অবসর, ভ্যাকেশন। এই সময়টুকু আমার হাপিস করে দিতে হয়। পুড়িয়ে পুড়িয়ে। গলধঃকরণে। এবং এর পরে সহজে বলা যায়, হাসা যায়, যা ইচ্ছে বলে দিয়ে গলিয়ে দেয়া যায় ভারী বাতাসের আদ্রতা।
আমার বসন্ত-সুখ অংশীদারের সাথে আমি কখনও বিযুক্ত হইনি। যার জন্য কোন সময়-বিলাস নিদৃষ্ট নেই, ঘটা করে মনে করিয়ে দেবার প্রয়োজন নেই। বসন্তবিক্ষিপ্ত ও শূণ্যতায় আমি কখনও যাপন করিনি, যারজন্য জানি না বসন্তের বিশেষ প্রকরণ।
আজকে মনে হলো আমার ফাল্গুন-সুখের কিছু অনিবার্য্য অভীক্ষা একধরণের বিকার তৈরী করেছে। স্বাভাবিক আমি এই নৈয়মিক যাপনে, ফাল্গুন-অংশীদারের সাথে - এর থেকে যেকোন বিচ্যুতি আমার বসন্ত বিলাপ ও অন্তর্ধানের নিয়তি হবে।
স্বার্থপর পুরোপুরি। কঠোর ও সংযমী অধ্যাবসায়ে আমি জীবনের প্রতিটি মুহূর্তের বসন্ত উপভোগ করি হৃদয়ের ফাল্গুনের সাথে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।