আমাদের কথা খুঁজে নিন

   

ফালগুন আমার চেতনা

ফুল ফুটুক আর না ফুটুক
আজ কিন্তু বষন্ত
জেগে উঠো কম্বলাবৃত
আর থেক না ঘুমন্ত।

নয়া বষন্তের ডাক এসেছে
নয়া যৌবনের হাতছানি
সৌরভে মৌ মৌ পুস্প পল্লবে
ভুলে যাও আজ দু:খ গ্লানী।

প্রানে প্রানে আজ বষন্ত বাহার
হৃদয়ে হৃদয়ে দোল লাগায়
উচ্ছাস আনন্দে পাগল জাহান
ফালুগুন এলোরে এ বাংলায়।

ফালগুুন এল;
এটা কি শুধ বষন্তের আগমন?
এর আবেদন খুবই গভীর
এযে, ভাষার মাস ভুলে গেলে অবুঝ মন।

বাংলা ভাষার সংগ্রাম এযে
কৃষ্টি সংস্কৃতি প্রতিষ্ঠায়
অধিকার আদায়ের জেহাদ এযে

বলব কথা বাংলায়।

ফেব্রুয়ারী কেনো বল
বল ফালগুন আমার চেতনা
মনে জাগাও দেশাত্ববোধ
বদলে ফেল ভাবনা।

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।