নমস্য বিকেল জুড়ে সূর্যের ত্প্ত লালিমা
তখন কি তোমার গায়ে ছিল লাল রঙের জামা
কিংবা কোনো সবুজ প্রচ্ছদের বই
যে পাতায় তুমি চেয়েছিলে অক্ষরের সই !
আমি হাঁটি ,একাকী দাঁড়ায় সামনে এসে আজিজ মার্কেট
আমি তো বোকাই ছিলাম নিরেট
ভালোমানুষ বলে পারিনি বাড়িয়ে দিতে উষ্ণ দুহাত !
অথচ গোলাপ ফুটবে বলে ভোর ও পেতে চেয়েছিল বুকের সাক্ষাত
তায়েফ তামরান ঠিক সে সময়ই আমার হাতে
তুলে দেয় প্রেস থেকে ছাপা হয়ে আসা
একখন্ড লোক ,
আমি চেয়ে দেখি
আমার দিকেও তাকিয়ে আছে
দ্বিতীয় সূর্যের মতো অলকার চোখ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।