আমাদের কথা খুঁজে নিন

   

চিরকুট

খুব জানতে ইচ্ছে করে...তুমি কি সেই আগের মতনই আছো নাকি অনেকখানি বদলে গেছো...

কবিতা প্রেম নয় কাব্য নয়, গদ্য নয় জীবন উপলদ্ধি মাত্র। স্মৃতির কথা বলছো সে তো রোমন্হ করার জন্য ভালোবাসা অর্নথক,ভুলে থাকা কষ্টকর তবুও সম্ভব। ভুল বুঝাবুঝি কৃত্রিম দূরে থাকা স্বাভাবিক, তবুও যে মনে পড়ে সেটা মনের ভুল! অভিমান জটিল শব্দ, অনুরাগ ঠিক বুঝিনা অভিযোগ যোগ বিয়োগ বিচ্ছেদ সুখকর, একগুয়েমি জীবনের অবসান। প্রিয় মানুষ নিজেই, অন্য কেউ নয় লেন দেন জৈবিক পরিশোধ হয়ে গেলে ভুলে যাই সদ্য প্রফুল্ল ছিলাম ! অবসর আসলে কি আছে! ছুটাছুটি স্বার্থের জন্য সদ্ভাব টিকে থাকার জন্য, ক্ষমার কথা বলছো না করে তো পারিনা, কৃত্রিম মহৎ হওয়ার বাসনা যে মনে। বিশ্বাস করিনা, ঠকেছি বলে সম্পর্ক ! কি লাভ তাতে বিনোদন হয়তো প্রয়োজন তিমির রাত্রি অন্ধকারাচ্ছন্ন রাত আজো বেশ লাগে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।