এই রাজপুত্র!
কোথায় গেলে তুমি? আমার পাশে নেই কেন? আমায় নিয়ে সাদা ঘোড়ায় টগবগিয়ে রাজ্য চষার কথা না? আচ্ছা, দিঘীর
ধারে সেদিন এতক্ষন দাড়িয়ে থাকলাম, আসলে না কেন?
আমি তোমাকে ভালোবাসি, বুঝেছো? অনেক অনেক অনেক ভালোবাসি।
ইতি,
রাজকন্যা।
জান রাজকন্যা,
আমি তোমার পাশেই আছি । পাশেই , ঘুরে তাকিয়ে দেখো না ! তোমার এতগুলো প্রশ্ন দেখে আমি রীতিমত ঘামতেছি জান । সেদিন দীঘির পাড়ে এসেছিলাম, কিন্তু তখন ছিলো মধ্যরাত । সারাদিন ঘরে শুয়ে জ্বরে কাতরাচ্ছিলাম । কই, তুমি তো একবার এসে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেলে না ? সারা শরীর জ্বরে পুড়ে যাবার অবস্থা , তোমার সেই বরফ মাখা হাতটা একটিবারের জন্যও রাখলে না আমার কপালে ।
আমিও তোমাকে অনেক ভালোবাসি জান । তুমি সেই ভালোবাসার পরিমাণটা জানো না মহারানী ।
ইতি,
তোমার... সামথিং!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।