আমাদের কথা খুঁজে নিন

   

বাঁশীর বিভিন্ন প্রকার ভেদ

বাঁশীর জগতে স্বাগতম। আসুন সুরের মুর্ছনায় নিজেকে বুঝতে শিখি

বাঁশী একটি অতি প্রচিন বাদ্যযন্ত্র। বাঁশীর প্রথম আবির্ভাব কত সালে তা সঠিক বলা কঠিন। তবে ধারনা করা হয় যে শ্রীকৃষ্ণের হাতে সুন্দর সুর তুলার একটা যন্ত্র ছিল। সম্ভবত তখন থেকেই বাশির আভির্বাব। বাঁশী একটি শুষির যন্ত্র। বাঁশ থেকে তৈরী বলেই এই যন্ত্রের নাম বাঁশী। বর্তমানে বাশ ছাড়া পিতল, কাঠ, মাটি দিয়েও বাঁশী তৈরী হয়ে থাকে। বাঁশীর অনেক প্রকার ভেদ আছে- সরল বাঁশী, আড় বাঁশী, মুরলী বাঁশী, টিপরা বাঁশী, বেনু বাঁশী, লয়া বাঁশী, সানাই বাঁশী, ন্যাস তরংগ বাঁশী, শিংগা বাঁশী, রনশিংগা বাঁশী, শাখ, তুবড়ি বাঁশী ইত্যাদি রকমারী বাঁশী দেখতে পওয়া যায়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।