আমাদের কথা খুঁজে নিন

   

পুরোনো বাঁশীর পুরোনো সুরে-১

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..
দুঃখ নিয়ে খেলছি খেলা আঁধার ভরা ভূমে, স্বপ্নের প্রাসাধ ভাঙছি শুধু স্মৃতির কষ্ট চুমে। প্রেমের শিশির প্লাবন হয়ে হাসছে চোখের নীড়ে, সুখের ক্ষুদ্র পাখির দেহ দিচ্ছে দুঃখ চিরে। ব্যথায় কাতর হৃদয় পাহাড় কঠিন কষ্টে ঘেরা, সুখের জীবনে আর কখনও হবে না বুঝি ফেরা। আকাশ জুড়ে মেঘের ভীরে ঐ দেখা যায় কারে, কাঁদছে কেগো অমনি করে ডাকছে বারে বারে। ডাকটিতো ভাই চেনা চেনা আওয়াজ সুমধুর, হৃদয় ঘরে কে বাঁজায় রে পুরোনো সেই সুর। ..চলবে
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।