শহরবাসী যে ফুলটিকে পলাশ বলে চেনে, বই-পুস্তকে এ ফুলকে পলাশ বলে চেনানো হয়। তবে এ ফুলটি সে ফুল নয়। শহরের মানুষ এ ফুলের গাছকে বলেন ফারসে মান্দার। আর গ্রামের মানুষ বলে কাঁটা কচা গাছ। কিন্তু প্রকৃতি প্রেমী প্রবীণ লোকজন এ ফুলকেই পলাশ বলে আখ্যায়িত করেন।
কবির ভাষায়, 'রক্ত রাঙ্গা পলাশ যাবে বলে, এই ফুল সেই ফুল। পলাশ থেকে মধু খেতে কোকিলসহ অচেনা পাখিরা আসে....'
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।