আমাদের কথা খুঁজে নিন

   

খুবই অসহায় লাগছিল,

আমি জীবনকে ভালবাসি, নিজের ঘর কে ভালবাসি তাই নিজের দেশকেও ভালবাসি

"আজ গিয়েছিলাম ছাদে আটকা পড়লাম তাতে তালা হয়ে গেল বন্ধ আমরা হলাম অন্ধ" খুবই অসহায় লাগছিল, গৃহহারা দের কেমন লাগে আজই প্রথম ফিল করলাম। আরে না ব্যাপার টা এতটা মজার ছিল না মোটেও, আমি আর মামনি বিকেলে হঠাৎ ই ছাঁদে গেলাম ঘুরতে। খুব একটা যাওয়া হয়ে ওঠে না আমার। আজ কি মনে করে গেলাম। যাই হোক চাবি ও ছিল সাথে , আমার প্যান্টের পকেটে।

ফিরে এসে চাবি দরজায় ডুকাতে দেখি দরজা আর খুলছে না। হায় হায় একি এখন কি হবে? ভয়ে আমার মাথা কাজ করছে না। মামনি দাড়িয়ে ছিলেন পাশেই। তিনি ও বার কয়েক চেষ্টায় ব্যর্থ হলে মাথা দুজনেরই পুরোই ঘুরে গেল। একি হল? এদিকে নামাযের সময় চলে যাচ্ছে।

বাবাকে ফোন দিলাম। তিনি মসজিদে ছিলেন, তিনি আসস্ত করলেন যে নামায শেষ হওয়ার সাথে সাথেই তিনি চলে আসবেন। আমি আর মামনি সিড়ির উপর বসে পড়লাম। কারো মাথাই কাজ করছে না। আমার ঘরে আবার আমার পিসিও অন রয়েছে।

এখন নামায পড়বো কই? আমাদের আবার খুব ঝামেলার তালা আটো লক সিস্টেম। বাবা অনেক দাম দিয়ে কিনেছিলেন। মামনি তো কেন এই তালা কিনলেন এই নিয়ে মহা বিরক্ত হয়ে কথা বলতে শুরু করেছিলেন। দরজা ই ভানফতে হবে এমন আশংকা প্রকাশ করলাম আমি। যাই হোক মামনি আবার উঠলেন বললেন বিসমিল্লাহ বলে আরো একবার চেষ্টা করে দেখি কি হয়? এবার আমার আশ্চর্য হবার পালা তিনি চাবি ডুকাতেই খুট করে হালকা একটা শব্দ, খুলে গেল তালা কি হয়েছিল তা এখনো রহস্য........ আপনাদের সাথেও এমন হয়েছে কি কখনো???


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.