আমাদের কথা খুঁজে নিন

   

ঘুরে এলাম বাইক্কা বিল

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

সারা বছরের আনন্দ একদিনে পেতে পারেন এই বাইক্কা বিলে। সারা বছর আছে যাতায়াত এর সুবিধা। পথে পথে সাইনবোর্ড ঝুলানো আছে যেতে কোন অসুবিধা নাই। তবে খাওয়ার পানি এবং দুপুরের খাবার সাথে নিয়ে যেতে হবে। কোন হোটেল বা রান্নার সুবিধা নাই।

কোন ভাবেই যাতে পাখির অসুবিধা না হয় তাই মাইক বাজানো বা হৈ হুল্লোর করা পুরোপুরি নিষেধ। পিকনিক করার জন্য গান বাজনা ও করা যাবেনা। কি করে যাবেন শীতকালেঃশ্রীমঙ্গল শহর কেন্দ্র থেকে মৌলভীবাজার সড়কে ৯ কিঃমিঃ এসে অভয়আশ্রম 'বরুনা মাদ্রাসা'সাইনবোর্ড থেকে বায়ের সরু পথে মোড় নিন। এই পথে ৩ কিঃমিঃ যাবার পর বায়ে মোড় নিলে তার ০.৫ কিঃমিঃ পর হাজীপুর বাজার। বাজার সংলগ্ন সেতু পার হয়ে ডানে মোড় নিয়ে ০.৭ কিঃমিঃ গেলেই ডানে আর , এম , ও অফিস পাবেন।

আর , এম , ও অফিস থেকে মাটির রাস্তায় ৫ কিঃ মিঃ গেলে অভয়াশ্রম প্রবেশ পথে পৌছে যাবেন। বর্ষাকালেঃ আর ,এম ,ও প্রতিনিধিকে জানালে আপনাকে পশ্চিম ভাড়াউড়া ঘাট থেকে নৌকায় নিয়ে যাওয়া হবে। ঘাটটি শ্রীমঙ্গল শহরের কাছেই। শহর কেন্দ্র থেকে মৌলভীবাজার সড়কে মাত্র ২০০ মিটার এসে বায়ে মোড় নিয়ে (শ্রীমঙ্গল থানা ডান দিকে রেখে) রামকৃঞ্চ মিশন স্ট্রিট ধরে চলুন। এই পথে ৪০০ মিটার চলার পর ডানে মোড় নিয়ে ৩ কিঃমিঃ গেলে ভাড়াউড়া ঘাট।

এখান থেকে নৌকায় অভয়াশ্রম যেতে ৪৫ মিনিট লাগে। যাতায়াত এর খরচ আপনাকেই বহন করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.