ভাবছি, লাশের স্তুপে এক টুকরো জীবনের স্বাদ কেমন? বাইরে যখন লাখো জনের ঢল। কবরের অন্ধকারে একশো ঘন্টা হৃদপিন্ডের স্পন্দন গুলো কেমন? লাশের গন্ধ ঠাই পেয়ে গেছে বাতাসের বুকে অক্সিজেনকে সরিয়ে, অসাড় দেহ বইছে জীবন, এ জীবন মৃত্যুর আগের নাকি পরের? দুটো পা সেই চারদিন থেকে পড়ে আছে আস্ত বীমের তলায়, একজন এসে করাত দিতেই পা দুখানা কেটে সরিয়ে দিলাম, আহা, কি শান্তি এখন। পঙু হয়েই নতূন জীবন পেলাম, যেটা বইতে হবে আরো বছর কয়েক বেশী। এই মৌসুমে আমার মত আরো অনেক আছে। আমরা সবাই জীবন নিয়েই খুশী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।