সাধারনভাবে Neural Network টার্মটি Biological Neurons এর Network বা Circuit কে নির্দেশ করত ব্যবহৃত হয়।বর্তমানে এই টার্মটি প্রায়শই Artificial Neural Network কে নির্দেশ করে, যা Artificial Neurons বা Node দ্বারা তৈরী।
সুতরাং দেখা যাচ্ছে, Neural Network টার্মটির দুটো নির্দেশ সূচক ব্যবহার রয়েছে।
১. Biological Neural Network
২. Artificial Neural Network.
#Biological Neural Network: Real Biological Neurons যারা Peripheral nervous system বা Central nervous system এর সাথে সংযুক্ত বা Functionally related.
Neuroscience এর ফিল্ডে এই টার্মটি নির্দেশ করে একটি Neuron গ্রুপকে যারা Laboratory analysis -এ নির্দিষ্ট Physiological function perform করে।
# Artificial Neural Network: Artificial Neuron এর Interconnection এর মাধ্যমে তৈরী হয়ে থাকে।
ব্যবহার:
--Biological Neural Network কে বোঝার জন্য।
-- Artificial Intelligence এর Problem Solve করার জন্য , যাতে পরিক্ষার জন্য কোন Biological System Create করতে না হয়।
উপরের আলোচনা Biological Neural Network এর সাথে Artificial Neural Network এর পার্থক্য বোঝানোর জন্য। আমাদের পরবর্তী আলোচনায় আমরা Neural Network বলতে শুধুমাত্র Neural Network কেই বুঝব।
চলবে.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।