আমাদের কথা খুঁজে নিন

   

Click here to Claim (বাস্তব ঘটনা-২)

sawhir@yahoo.com

গত কয়েক মাস আগে আমার ক্যাফেতে একজন বয়স্ক ভদ্রো লোক আসেন (বয়স আনুমানিক ৬০+) নাম: সুলতান আহমেদ। তিনি পেশায় ব্যাংকের উকিল ছিলেন, এখন অবসর প্রাপ্ত। পুরনো দিনের মানুষ বলে কম্পিউটার সম্বন্ধে তেমন কোন অভিজ্ঞতা নেই কিন্তু প্রচুর আগ্রহ আছে। উনি বললেন ভাই আমি ত কম্পিউটার অপারেট করতে পারি না আপনি যদি আমার মেইলটা চেক করে দিতেন তাহলে ভাল হতো। পিসি'র সামনে বসতে দিয়ে বল্লাম আপ্নার আইডি আর পাসওয়ার্ড দেন আমি ওপেন করে দিচ্ছি।

যথামত উনি উনার আইডি আর পাসওয়ার্ড দিলেন আমি ইনবক্স খুলে দিয়ে চলে এসেছি। কিছুক্ষণ পর তিনি বললে বাবু (আমার নাম) সাহেব আমি ইয়াহুতে একটা লটারী পেয়েছি ৩০,০০০/- ডলারের, আমার কাছে মেইল পাঠাইছে লটারির টাকাটা উঠানোর জন্য। আমি বল্লাম চাচা এই গুলান ফাউ মেইল, এই গুলান নিয়া ঘাটা ঘাটি করার দরকার নেই বরং আপনি আমার অন্য জরুরী কাজ গুলা করেন। তখন উনি বলল যে, না এইটা ইয়াহু থেকে পাঠাইছে, আমি ৯৯৯,৯৯৯,৯৯৯ তম ভিজিটর তাই উইনার আমি। (হয়ত উনি কখনো Click here to Claim এই ধরনের এডে ক্লিক করেছিলেন, তাই এই বৃদ্ধ বয়সে লটারীর স্বপ্ন দেখছেন) আমি উনাকে যতই বুঝিয়ে বলি উনি কোন কারণেই মানতে রাজি নন।

আজ প্রায় ৩ মাস যাবৎ এইটার পিছনে ঘুরতেছেন, বিভিন্ন ধরনের মেইল রিপ্লাই দিচ্ছেন, একাউন্ট খুলতেছেন, পাসপোর্টের কপি সেন্ড করতেছেন ইত্যাদি। সময়ে সময়ে একটি ছেলেকে নিয়ে আসেন যে কিনা উনার মেইল গুলো টাইপ করে দিবেন, ঘন্টা দুয়েক বসে কাজ করেন। ক্যাফের অন্যান্য ইউজাররা বলেন চাচা নেটে কি কাজ করেন? সবাইকে এই কথা বলি, লটারীর টাকা উদ্ধারের প্রক্রিয়া চলাচ্ছেন। অনেকে হাসে, অনেকে চাচাকে বুঝিয়ে বলেন, অনেকে বলেন ঠিকই আছে চাচার এইটা এখন একটা স্বপ্ন এ স্বপ্ন নিয়েই হয়ত আরো কিছু দিন বাঁচবেন ইত্যাদি ইত্যাদি...........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।