আমি ইবিএল এর ক্রেডিক কার্ড ব্যবহার করছি আছ প্রায় দেড় বছর গত জুলাই মাসে চেকে টাকা তোলা ও পার্চেস সহ মোট ১২২৪০ টাকা খরচ করি। বিলিং ডেট ছিল আগষ্ট মাসের ৯ তারিখ। আমি (১২২৫০/) বিলটা পেমেন্ট করি ১১ তারিখে (ঈদের ছুটির কারণে ৯, ১০ বন্ধ ছিল)। এ মাসে আমার নতুন বিলের সাথে ৩৮.১৬ টাকা ইন্টারেস্ট আসল, এই ইন্টারেস্টটা কেন আসলো আমি কোন ভাবে বুঝতে পারছি না। ওদের কাস্টমার কেয়ারে ফোন দিলাম ওরা বলল দুই দিনের ইন্টারেস্ট কাউন্ট করছে কিন্তু আমি যখন বললাম বিলিং ডেটে ছুটি থাকলে পরবর্তীতে অফিস ডেটে দিলে তো ইন্টারেস্ট হওয়ার কথা না। গতকাল ধানমন্ডি ব্রাঞ্চে গেলে ওরাও কোন সুনিদিষ্ট উত্তর দিতে পারছে না, তারা পরে জানাবে বলে মোবাইল নং রাখল। এ অবস্থায় আমার কি করার আছে অভিজ্ঞ জনেরা পরামর্শ দেন। প্লিজ!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।