তাহমিদুর রহমান
এই হচ্ছে বিশেষ ভঙ্গিতে আমার হাত
তিন আঙ্গুলে ধরা সেই পুরনো প্রিয় কলম
এই হচ্ছে আমার আঁক টানা কবিতার খাতা
অর্ধেক পাতায় হিজিবিজি লেখা, ক্রশ করে কাটা
সামনেই ক্লথ বিছানো আমার লেখার টেবিল
টেবিলের উপর যত্নে রাখা পূর্বসূরীদের কবিতা
বুদ্ধদেব, জীবনানন্দ, নির্মলেন্দু, রফিক আজাদের কবিতা।
টেবিলের পাশেই রাখা আমার নির্ভূল গণকযন্ত্র
যেখানে টাইপ করেছি দিনেরাতে কয়েকশ কবিতা
পাঠিয়ে দিয়েছি দূর-দূরান্তে থাকা মানুষের কাছে
অকৃত্রিম ভালবাসায় যারা আমাকে গ্রহন করেছে
ভালবাসায় সিক্ত হয়েছে আমার একাদশতম আঙ্গুল
এখন সর্বদায় জাগরিত থাকে আমার তৃতীয় চোখ।
পাশেই রাখা আছে আমার নিত্যসঙ্গী দূরালাপনী যন্ত্র
দূরে থেকেও কাছে থাকার চেষ্টা করি আপ্রাণ
আমাকে অনুপ্রেরণা দেওয়া আমার প্রিয়তমা
রক্তের উষ্ণতায় টের পাই ভালবাসার আবেগ।
টেবিলের বুকসেলফে আছে কিছু পুরনো ম্যাগাজিন
আমার প্রথম কবিতারা ওখানেই প্রথম প্রকাশ পেয়েছিল
নিজেই নিজের লেখা পড়েছিলাম অসংখ্যবার
একদিন সেই দিনগুলোর কথা লিখব বলে
রেখে দিয়েছি আজও সেই ম্যাগাজিনগুলো।
আর এই হচ্ছি আমি, তাহমিদ,
আজও লিখে চলেছি কবিতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা,
লাঙ্গলের বদলে “ট্রাক্টর” চালায় আজকাল,
খাতার পাতা আমার প্রিয় উর্বর জমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।