আমাদের কথা খুঁজে নিন

   

বিচলিত একাকীত্তে



গোধূলির লাল রঙে দিন চলে গেছে বাড়ি তার আত্মভোলা পথে তার পরে সেই মন আঁধার করা সন্ধার রাত আমি কাটাই তোমায় বুকে নিয়ে যেন ভোরের আলো ফুটলেই আমরা লক্ষ যোজন দূরে যেন ভোরের আলো ফুটলেই তুমি আর আমি দুই ভুবনের অচেনা বাসিন্দা যেন ভোরের আলো ফুটলেই আমাদের হৃদয়ের রক্তক্ষরণ চলবে অবিরাম জ্বলবে তুমি পু্ড়ব আমি সেই বিচ্ছেদ অনলে সেই মন আঁধার করে মেঘের মাঝে তুমি খুঁজে পাও চাঁদ তারার বসবাস চাঁদের সাম্রাজ্যে আলোকিত পূ্র্ণিমা গ্রাস করে তোমার স্বত্তা এরই মাঝে মেঘের লুকোচুরি এরই মাঝে তারার হাতছানি ধীরে ধীরে যখন মৃদু অলোকিত ভোর রাত জাগা চোখের পাগলামি ক্লান্ত অবসন্ন শুনতে কি পাও তুমি ফেলে আসা চাঁদের সাম্রাজ্যে পূর্ণিমার ডাকাডাকি যেন “made for each other formula” য় “আমারও পরাণও যাহা চায় – শুনতে কি পাও তুমি পাহারের ওপারে রাত জাগা বাঁশির কান্না আর ভোরের রাগে আমাদের ভালবাসার ছন্দময় সান্নিধ্যে কে করবে বলোতো আমাদের বিচলিত একাকীত্তে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।